রামগড় পৌর আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক এবং রামগড় সনাতণ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দেবু শর্মার মাতা মঞ্জু শর্মা পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ২ছেলে,১মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত মঞ্জু শর্মা রামগড়ের প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত হরিপদ শর্মার সহধর্মিণী।আজ ২৩শে এপ্রিল শুক্রবার সন্ধ্যা ছয়টায় রামগড় বাজারের নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে ৬০ বৎসর বয়সে তিনি মারা যান।
তার বড় ছেলে দেবু শর্মা জানান,আজ রাত ৮টায় রামগড় শ্মশান টিলা এলাকায় তাদের পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
#CBALO/আপন ইসলাম