অভয়নগরে ভৈরব ব্রীজের বীপরিতে কাপাশহাটি গ্রামে বখাটেদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, এই লকডাউনের মধ্যেও প্রতিদিন সন্ধ্যার পর গ্রামের আকবরের দোকানের আশে পাশে ও বক্কার চৌধুরীর ঘেরের পাশে বখাটেরা দল বেঁধে আড্ডা দেয়। সেখানে তারা অনলাইন গেম খেলাসহ কুরুচিপূর্ণ ভিডিও দেখে আর মুখ খিস্তি করতে থাকে। তারা নির্জন স্থানে সড়কের পাশে বসে এ কাজগুলি করে থাকে। তাদের পাশ দিয়ে হেঁটে যেতে অনেকটা বেগ পেতে হয় সাধারণ মানুষের এবং খারাপ কাজের প্রতিবাদ করলে দেখে নেওয়ার হুমকী দেয়। অন্ধকারে থাকায় তাদেরকে ঠিকমত চেনাও যায়না। এছাড়া প্রত্যেকের রয়েছে আধুুনিক মডেলের মোটর বাইক। নাম না প্রকাশ করার শর্তে একাধিক ব্যক্তি সাংবাদিকদের বলেন, আমরা অনেকবার অভয়নগর থানায় অভিযোগ করেছি, কিন্তু তারা এ পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি। বিষয়টি নিয়ে অভয়নগর থানার ডিউটি অফিসার এএসআই সুইটি সাংবাদিককে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
#CBALO/আপন ইসলাম