সারাদেশের ন্যায় সাপাহার উপজেলায় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ একেবারে শেষ পর্যায়ে। উক্ত নির্মাণাধীন মসজিদ পরিদর্শন করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
শুক্রবার জুম্মার নামাজের সময় নির্মাণ কাজের গুনগতমান সহ সার্বিক দিক পরিদর্শন করেন তিনি, শুধু তাই নয় সাপাহারের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে ইতিপূর্বে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার সুযোগ্য কন্যা গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত উপহার ভূমিহীনদের আবাসস্থল পরিদর্শন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণাধীন কাজ পরিদর্শন। উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের কাজে মনোযোগ সহ সততার সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন তিনি।
গত ২৩ শে এপ্রিল উপজেলা নির্বাহি অফিসার হিসাবে যোগদানকৃত আব্দুল্যাহ আল মামুন তার সাথে একান্ত সাক্ষাৎকারে জানান আমি চ্যালেঞ্জ পূর্বক উপজেলার সমস্ত উন্নয়নমূলক কাজ করে যাব এ আমার দৃঢ় অঙ্গীকার।
#CBALO/আপন ইসলাম