পাবনার আটঘরিয়ায় পূর্ব শক্রতার জেরকে কেন্দ্র করে নুর মোহাম্মদ (৫৫) এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত অবস্থায় নুর মোহাম্মদকে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহষ্পতিবার রাত পৌনে দশটার দিকে বয়রা ব্রীজ সংলগ্ন। এঘটনায় আটঘরিয়া থানায একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা চাঁদভা ইউনিয়নের বয়রা গ্রামের মুত-ঝুমুর সরকারের ছেলে
নুর মোহাম্মদ খিদিরপুর বাজার থেকে ওই দিন সন্ধার পরে চা খেয়ে মোটরসাইকেল যোগে হুজুরের মোড় হয়ে বাড়ী যাচ্ছিলেন। এসয়ম একই এলাকার মেহের আলীর ছেরে বজলু (৩৬), বজলুর ছেলে বাপ্পী(২৫), কফিল হোসেনের ছেলে নাহিদ(২২), মনতাজ আলী ছেলে মৃদুল হোসেন(১৮) গং লাঠিশোঠা, ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে নুর মোহাম্মদের চলার পথ গতিরোধ করে বেধরক মারপিট করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এসময় নুর মোহাম্মেদের আত্মচিৎকারে আমপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে ১২ নং বেডে চিকিৎধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
নুর মোহাম্মদ জানান, সম্প্রতি জৈনক এক নারী সন্ধার সময় একাএকা ওই এলাকা হয়ে বাড়ী যাচ্ছিলেন। এসময় বজলু, বাপ্পী, নাহিদ, মৃদুল সহ ৮/১০জন ওই নারীর চলার পথ গতিরোধ করে ব্যাগ ছিনকাইয়ের চেষ্টা করে। এবিষয়ে নুর মোহাম্মদ তাদেরকে বাধা সৃষ্টি করলে তারা নুর মোহাম্মদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে বাগবিতান্ডা সৃষ্টি হয়। তিনি আরও জানান এলাকায় ব্যাপক চাঁতাবাজী, চিনতাই চুরি, ডাকাতি সহ নানা ধরণের অপরাধ মুলক কাজে লিপ্ত রয়েছেন তারা।
#CBALO/আপন ইসলাম