বুধবার , ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়া পুর্ণিমাগাতী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আবারো থানায় ৪ ইউপি সদস্যের লিখিত অভিযোগ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকারের বিরুদ্ধে ভয়ভীতি, হুমকি ও প্রাণনাশের অভিযোগ করে একই পরিষদের ৪ জন সদস্য (মেম্বর) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মডেল থানায় বুধবার রাতে ৪ জন যৌথ স্বাক্ষরে অভিযোগটি দায়ের করেছেন।

মডেল থানা ও লিখিত অভিযোগে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল আমিন সরকারের বিভিন্ন দূর্ণীতি, অনিয়ম ,স্বেচ্ছাচারিতাসহ নানা বিষয় নিয়ে একই পরিষদের ৪ জন সদস্য ( মেম্বর ) আলাদা ভাবে লিখিত অভিযোগ করেন। এদের মধ্যে তিনজন সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ মাজেদা খাতুন, মোছাঃ বিউটি খাতুন ও মোছাঃ কুলছুম খাতুন আলাদা ভাবে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। অপর দিকে ২ নং ওয়ার্ডের সদস্য(মেম্বর) মোঃ ইদ্রিস আলী সিরাজগঞ্জ জেলা প্রশাসকের বরাবরে তার লিখিত অভিযোগ দায়ের করেন।

চেয়ারম্যান আল আমিন সরকারের বিরুদ্ধে ইউপি সদস্যরা নানা অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ দায়ের করিলে চেয়ারম্যান তার ভাড়াটিয়া গুন্ডাপান্ডা দিয়ে অভিযোগকারি ৪ সদস্যকে রাস্তা ঘাট ও যেকোনো স্থানে মারপিট করিয়া খুন জখম করার পায়তারা চালাচ্ছে বলে তারা অভিযোগে জানান।

লিখিত অভিযোগকারি ইউপি সদস্য বিউটি খাতুন জানান, চেয়ারম্যান ও তার ভাড়াটিয়া লোক আব্দুল মোমিন ও আব্দুর রব মেম্বর প্রকাশ্যে হুমকি দিয়ে বেড়াচ্ছে তাদের সঙ্গে যদি আপোষ মীমাংসায় না করি তাহলে মিথ্যা মামলায় জড়িয়ে দিবে। এমন কি মাদক মামলায় ফাঁসিয়ে দেবে বলে হুমকি দিচ্ছে । বিউটি খাতুন আরো জানান, তাকে পরিষদে আটকিয়ে তাদের বানানো মীমাংসা পত্রে চেয়ারম্যান ও তার লোকজন জোরপূর্বক তার কাছ থেকে স্বাক্ষর নিয়েছে। আরেক ইউপি সদস্য কুলছুম জানান, চেয়ারম্যানের কথা না শুনিলে তিনি ও তার লোকজন কুলছুমের বসত বাড়ী ও ঘর দরজা উচ্ছেদ করে দেবে। এছাড়া তাকে রাস্তা ঘাটে সুযোগ পেলেই মারপিট করে খুন জখম করবে বলে হুমকি দেওয়া হচ্ছে।

ইউপি সদস্য মাজেদা খাতুন ও ইদ্রিস আলী নামের একই অভিযোগ করেছেন। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ও অভিযোগটির তদন্তকারী জাহাঙ্গীর হোসেন জানান, অভিযোগটির বিষয়াদি তদন্ত করা হবে।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।