বুধবার , ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে খাল অবৈধ দখল করার উচ্ছেদ অভিযান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার ভূয়ারপাড়ায় ঝিনাই নদীর শাখা খাল অবৈধভাবে দখল করে বালু দিয়ে ভরাট করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন । বৃহস্পতিবার (২২শে এপ্রিল) বেলা ১২টায় অবৈধভাবে খাল দখলের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক । ভূয়ারপাড়া নিবাসী সলিমুদ্দিনের ছেলে আইয়ুব আলী (৪৫) অবৈধভাবে মাটি ফেলে খালটির পানি প্রবাহে বাধা সৃষ্টি করায় বাইশকাইল, ভূয়ারপাড়া ও নবগ্রাম সহ আশেপাশে গ্রামের হাজার হাজার একর আবাদি জমির ধান ভারী বৃষ্টি হলেই তলিয়ে যেতো, এতে কৃষকরা ধান ঘরে তুলতে না পারায় উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের নিকট অভিযোগ দায়ের করেন। এসময় সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, পৌর মেয়র রকিবুল হক ছানা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের পৌর কাউন্সিলর বৃন্দ। আইয়ুব আলীর ছোট ভাই সাংবাদিকদের জানান এই জমিটি খাল সহ আমাদের ক্রয়কৃত জমি, পাশাপাশি অন্যরা মাটি ভরাট করছে বিধায় আমরাও বালু ফেলেছিলাম । উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক জানান আশেপাশে আরো কিছু খাল দখল করা জমি রয়েছে পর্যায়ক্রমে সেগুলো আমরা উচ্ছেদ করবো।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।