সিরাজগঞ্জের সলঙ্গায় জোর পুর্বক শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহ:বার সকাল ৮টার দিকে সলঙ্গা থানার পাটধারী মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান,উক্ত জমির খারিজ করত নিয়মিত প্রতি বছর খাজনা পরিশোধ করে আসছি। বিদ্যালয়ে দানকৃত নিজস্ব সম্পত্তি স্কুল মাঠ সংলগ্ন জায়গায় কিছু ইউক্যালিপটাস সহ অন্যান্য গাছ রোপন করেছিলো স্কুল কর্তৃপক্ষ। বর্তমানে একই গ্রামের আঃ রহমান গংয়েরা তার নিজস্ব সম্পত্তি দাবী করে কোর্টে মামলা দায়ের করে। মামলাটি বিজ্ঞ আদালতে আব্দুর রহমান গংয়েরা এক তরফা রায় পেলে রায়ের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষ আপিল মামলা দায়ের করেন। উক্ত মামলাটি বিচার শেষে বিজ্ঞ আদালত পুনরায় বিদ্যালয় কর্তৃপক্ষের নামে রায় প্রদান করেন। উক্ত রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আব্দুর রহমান গংয়েরা আবারও একটি রিট পিটিশন দায়ের করেন যাহা চলমান আছে।এরই ধারাবাহিকতায় উল্লেখিত স্থান হতে আব্দুর রহমান গংয়েরা জোর পুর্বক ৫/৭ টি ইউক্যালিপটাস গাছ কর্তন করে। এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মামুন রশিদ চৌধুরী বলেন, গাছ কর্তনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বাধা প্রধান করি এবং কর্তনকৃত গাছ তাদের থেকে রক্ষা করি। এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহমান সাংবাদিকদের জানান,জমিটি ইতিপূর্বে পাটধারী গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর সাথে সাহাম বন্টন মুলে কবলা করি।কবলা কৃত জমি মরহুম আব্দুল হামিদ চৌধুরী বিদ্যালয়ের নামে দান করেন। আমরা সাহাম বন্টনের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করে রায়ের ভিত্তিতেই উক্ত গাছ গুলো কর্তন করেছি। দীর্ঘ ২৫/৩০ বছর ধরে বিদ্যালয় কর্তৃপক্ষ জমিটি ভোগ করায় বর্তমানে প্রতিষ্ঠানের এই জমিটি নিয়ে উক্ত মহল গভীর ষড়যন্ত্রের পায়তারা করায় এলাকার সচেতন মহলে নানা ক্ষোভ ও ঘৃনার সৃষ্টি হয়েছে।
#CBALO/আপন ইসলাম