সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ী প্রেসক্লাব ভবন থেকে মোবাইল ছিনতাই

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

পলাশবাড়ী প্রেসক্লাব ভবনের ভিতর থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পলাশবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধায় ইফতার পুর্ব মুহূর্তে প্রায় ৬টা ১০ মিনিটে পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে। পলাশবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সরকার জানান,ইফতার পুর্ব মুহুর্তে তার ৪ বছরের শিশু বাচ্চা আদ্রিয়ানকে প্রেসক্লাব ভবনে একা রেখে প্রেসক্লাব সাধারণ সম্পাদকের চেয়ারে একটি লাভা আইরিশ ব্রান্ডের এনড্রয়েড মোবাইল ফোনসহ বসে রেখে ৫০ গজ দুরে চৌমাথা মোড়ে বগুড়া দই ঘর রেস্টুরেন্টে ইফতারি কিনতে যায়। এসময় বাচ্চাটি ছাড়া আর কেউ ছিলো না। ১০ মিনিটের ব্যবধানে হঠাৎ অপরিচিত এক ব্যাক্তি প্রেসক্লাব ভবনে আকস্মিক প্রবেশ করে শিশু আদ্রিয়ানের হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভোঁ দৌড় দেয়। শিশু বাচ্চা আদ্রিয়ানের কান্নার শব্দ শুনতে পেয়ে পাশে শাহারুলের কম্পিউটার দোকান থেকে ইফতারের প্রস্তুুতি নেয়া অন্যান্য সাংবাদিকরা প্রেসক্লাবে দ্রুত ছুটে আসে। আদ্রিয়ান কান্না করে তার বাবাকে বলেন, মোবাইল নিয়ে একজন দৌড় মারছে। তাৎক্ষণিক সাংবাদিকরা মোটরসাইকেল নিয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর ব্যার্থ হয়ে পলাশবাড়ী থানা পুলিশের সদয় হস্তক্ষেপ কামনা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশের কোন তৎপরতা না থাকায় ছিনতাইয়ের প্রকৃত ঘটনা উদঘাটন করা যায়নি । প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন বলেন প্রেসক্লাব ভবন থেকে ছোট শিশু আদ্রিয়ানের নিকট থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনা তদন্ত সাপেক্ষে উদঘাটন জরুরি। তিনি আরো বলেন অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে পলাশবাড়ী পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। কয়েকদিন পূর্বে প্রফেসরপাড়ার পুরাতন স্টুডেন্ট কেয়ার স্কুলের একটি পাশের বাসায়ও দিনদুপুরে দুধর্ষ চুরি সংঘটিত হয় ৷ সংঘবদ্ধ চক্ররা জানালার শিক কেটে এক বাসার ভাড়াটিয়ার সমস্ত মুল্যবান সোনাদানা, কাপড়সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি চুরি করে নিয়ে পালিয়ে যায় কিন্তুু আজো তার কোন হদিস বের হয়নি ৷ আজ আবার গুরুত্বপূর্ণ একটি ভবনে দিনেরবেলা ছিনতাইয়ের ঘটনা সত্যিই হতাশাজনক ৷ প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা বলেন প্রেসক্লাব ভবন থেকে মোবাইল ছিনতাইয়ের প্রকৃত ঘটনা উদঘাটন করা অত্যন্ত জরুরি। প্রেসক্লাবের পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামানকে থানায় জিডি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে পলাশবাড়ী থানার ডিউটি অফিসারের চেয়ারে বসা এস.আই সঞ্জয় সাহা বলেন প্রেসক্লাব থেকে মোবাইল ছিনতাই এর বিষয়টি দুখঃজনক। ওসি তদন্ত মতিউর রহমান বলেন আমি বিষয়টি শুনেছি,। দ্রুত জিডি করা সাপেক্ষে চেষ্টা করবো মোবাইলটি উদ্ধার করার জন্য।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।