বৃহস্পতিবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যশোরে মধ্যেরাতের ভয়াবহ আগুনে পুড়ে শেষ ২০টি কাপড়ের দোকান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

পরিবারের আয় উপার্জনের এক মাত্র উৎসটার আর কিছুই বাকি থাকলো না। চোখের সামনেই নিমেষেই ভুস্মিভুত হয়ে গেল জীবিকার শেষ সম্বল টুকু। জলন্ত অগ্নিশিখার মতো রিদয় বিদারক বুকফাটা কান্নায় মুহুর্তেই ভারি হয়ে উঠলো পরিবেশ। এ ক্ষতি কবে পুষিয়ে ওঠা সম্ভব হবে, আদেও কি পুষিয়ে ওঠা যাবে? এই ভেবেই জলন্ত অগ্নিশিখার দিকে তাকিয়ে থাকে এই ক্ষুদ্র ব্যাবসায়ী মানুষগুলো। বলছি গত রাতের যশোর হকার মার্কেট ট্রাজেডির কথা। যশোর সদরের জেলা পরিষদের পাশে টাউনহল মাঠে কাপড় বয়াবসায়ী হকার মার্কেটে গতকাল বুধবার রাত ১১ টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

গ্রামের কাগজের সিনিয়র সাংবাদিক এবং নির্বাহী সম্পাদক বাসায় ফেরার সময় তাদের চোখেই সর্বপ্রথম অগ্নিশিখার দেখা পড়ে। এরপর ৯৯৯(ত্রিপল ৯) এ কল করে ফায়ার সার্ভিসকে অবগত করতে না করতে আগুন লেগে যায় ৪ টি কাপড়ের দোকানে। পর পরই ছুটে আসে কোতোয়ালি থানা পুলিশ,প্রশাসন,স্থানীয় জনপ্রতিনিধি সহ স্থানীয় নেতাকর্মীরা। বয়াবসায়ীদের পরিবারের শোকে এবং আতঙ্কে ভারী হয়ে ওঠে চারপাশ। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই ৪ টি দোকান পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যায়। তারপরও আগুনের সুত্রপাত ঘটতে ঘটতে প্রায় ১৫ থেকে ২০ টি দোকান অগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় ২ ঘন্টা অভিযান পরিচালনা করলে রাত ১ টার দিক আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকান্ডে যে সকল দোকাপাট পুড়ে গেছে তা সবকয়টিই কাপড় ব্যাবসায়ীদের। বৈদ্যুতিক গোলযোগের কারনে এই অগ্নিকান্ড ঘটতে পারে এরাকম দাবী করছেন বয়াবসায়ীরা। সামনে ঈদ কে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার মালমাল উঠিয়েছিলো দোকানে এই ব্যাবসায়ীরা। তবে এই অগ্নিকান্ডে তার কিছুই বাকি থাকেনি।

 

আশা ছিলো লকডাউনে বয়াবসায়ীদের সাময়িক ক্ষতি পুষিয়ে উঠবে ঈদের কয়েকদিন দোকানে বেচাকেনা করে। কিন্তু ক্ষতি পুষিয়ে ওঠার বিপরীতে চোখের সামনে আরও ক্ষতি হয়ে যেতে দেখলো এই ব্যাবসায়ীরা। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ থেকে ২০ টি দোকানে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ বয়াবসায়ীদের দাবী। কি পরিমান ক্ষতি হয়েছে আর কিভাবে আগুনের সুত্রপাত ঘটে তা তদন্ত করার আগে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।