সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ের ঢোলারহাট ইউনিয়ন পরিষদে হামলা ও ভাংচুর

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ এপ্রিল, ২০২১
একটি দোকান ঘর বিক্রি করার পরও দোকান ছেড়ে দিতে টালবাহানা করায় এবং ইউনিয়ন পরিষদে বসে আপোষের চেষ্টা করায় একদল দুস্কৃতিকারী ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতিসাধিত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২ বছর পূর্বে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট বাজারের একটি দোকানঘর বিক্রি করে সজিব চন্দ্র বর্মন নামে এক ব্যক্তি। পরবর্তীতে তিনি কৌশলে মাসিক ৮শ টাকা ভাড়ায় ওই দোকান ভাড়া নেন। কিন্তু দীর্ঘ এক বছরেও দোকানের ভাড়া প্রদানে টালবাহানা করায় দোকান মালিক তার দোকানের দখল বুঝে পেতে শহরের একটি দুস্কৃতিকারী চক্রের সঙ্গে হাত মেলায়। এ অবস্থায় দোকান মালিক সাটারে তালা দিলে মঙ্গলবার সকালে দোকানের মালিক সজিব তালা ভেঙ্গে তার দোকানের সরন্জাম ও ক্যাচিগেট খুলে নেওয়ার চেষ্টা চালায়। এতে দোকান মালিক নূর হোসেন শহরের ওই গ্রুপকে খবর দিলে দুপুরে ৭/৮জনের একদল যুবক সদলবলে ঢোলারহাট বাজারে আসে এবং ক্যাচিগেট খুলে নেওয়ার চেষ্টা করায় বিক্রেতা সজিবকে মারধোর করে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল বাজারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয় এবং উভয়পক্ষকে নিয়ে ইউনিয়ন পরিষদে শালিসের আয়োজন করে।
এদিকে সবাই যখন শালিসে বসার জন্য অপেক্ষা করছেন ওই সময় ১৫/২০ জনের একদল যুবক লাঠিসোটা নিয়ে ইউনিয়ন পরিষদে হামলা চালায়। তারা দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশকে ধাক্কাধাক্কি করে ইউপি কার্যালয়ের ২০/২৫টি প্লাষ্টিকের চেয়ার ভাংচুর করে এবং একটি কম্পিউটার ভাংচুর করে। শুধু তাই নয়, চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল সহ অন্যান্যরা তার অফিস কক্ষে ভেতর থেকে ছিটকিনি টেনে দিয়ে ভেতরে থাকায় সন্ত্রাসীরা ধারালো চাইনিজ কুড়াল দিয়ে অফিসের দরজা জানালা কোপায় এবং দোকান বিক্রেতা সজিব ও সমঝোতার চেষ্টা করায় বিধান নামে অপর একজনকে খোজাখুজি করতে থাকে। পরে দুস্কৃতিকারীরা শহরে ফেরার পথে ঢোলারহাট বাজারে পুনরায় দোকানে হামলা চালায় এবং সিলিং ফেন খুলে নিয়ে যায়। খবর পেয়ে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল জানান, ঢোলারহাট বাজারের একটি দোকান কেনাবেচা নিয়ে নূর হোসেন ও সজিব চন্দ্র বর্মনের মাঝে বিরোধ সৃষ্টি হলে সেটি আপোষ নিস্পত্তি করার জন্য আমরা পরিষদে বসি। কিন্তু বৈঠক শুরু হওয়ার আগেই একদল দুস্কৃতিকারী নূর ইসলামের পক্ষ নিয়ে আমার অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও ক্ষতি সাধন করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ সরজমিনে ঘটনা পরিদর্শন করেন।
রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, দোকান ভাড়া দেওয়া নেওয়াকে কেন্দ্র করে দুপুরে ঢোলারহাট বাজারে ২ পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উক্ত বিষয় নিয়ে পরিষদে শালিসে বসলে একপক্ষের ভাড়াটে কিছু লোক ইউপি কার্যালয়ে হামলা চালিয়ে ক্ষতি সাধন করে। এ ঘটনায় চেয়ারম্যান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন (মামলা নং ৫ তারিখ ২১/৪/২০২১)। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।