বুধবার , ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতে পলিথিন ব্যবসায়ীকে জেল জরিমানা 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ এপ্রিল, ২০২১
ময়মনসিংহের নান্দাইলে মোঃ বাদল মিয়া(৫০) নামে এক   পলিথিন ব্যবসায়ীকে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
২১ এপ্রিল বুধবার  সারে চারটার দিকে নান্দাইল বাজারে  এই ঘটনা ঘটে।
ঘটরার বিবরণে জানা যায়, র‌্যাব ১৪ এর  ময়মনসিংহের এ এসপি বেলায়েত হোসেনের  নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সিভিল বেশে দোখান সনাক্ত করে। পরবর্তীতে পোশাকধারী র‌্যাব সদস্যরা দোখান ঘিরে ফেলে।
পরে নান্দাইল উপজেলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দিনের নেতৃত্বে অভিযুক্তের  গোডাউন তল্লাশি করে ৪ টনের বেশি পলিথিন জব্দ করে গোডাউন সিলগালা করে দেয়।
এসময় নান্দাইল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহান অন্যান্য ব্যবসায়ি প্রতিনিধি সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে,র‌্যাবের  এ এসপি বেলায়েত হোসেন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেছি। তার গোডাউন থেকে ৪ টনের বেশি পলিথিন যার বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ টাকা এছাড়া আইসক্রিম তৈরির কৃত্রিম  নারিকেল ও মিষ্টিতে ব্যবহৃত হয় এমন  কেমিক্যাল পাওয়া গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দিন জানান, র‌্যাব পরিচালিত অভিযানে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড বৃদ্ধি পাবে। তিনি আরও জানান এর আগে একই ধরনের অপরাধের জন্য তাকে বিভিন্ন সাজা দেওয়া হয়েছিল। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।