বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিমন্ত্রন আসতে চলনবিলে – মনিরুজ্জামান

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ এপ্রিল, ২০২১

চলনবিলের দক্ষিন পাড়ে আমার বসত ঘরে-
দাওয়াত করছি আসতে তোমাদের স্বপরিবারে,
হবে হেথায় খানা-পিনা আর আড্ডা বাজি-
আসবে দোস্ত অবশ্যই সানন্দে হয়ে রাজি!

হবে কথা রকমারী আলাপ-আলোচনার ভীড়ে-
আসবে কিন্তু অবশ্যই বন্ধু নিমন্ত্রনে মোর ঘরে,
ইতি আদি অন্ত সব হবে যে আলাপে জানা-
শুনবেনা কারো কথা; আসতে যদি কেউ করে মানা!

দেখবো সবাই মিলে চলনবিলের প্রকৃতি রুপ-
হবেনা কখনো মন আমাদের বিষন্নতায় বিরুপ,
চাটমোহরের মালাই আর চলনবিলের মাছ দেশী-
জিহ্বাকে পরিতৃপ্তি দেবে মন ভরে যাবে স্বত্তার প্রতিবেশী!

বেড়াবে হেথায় লক্ষিনদরের ঘর ও প্রমথ চৌধুরীর জন্মস্থানে-
আসতে চাইবে মন বারংবার যে এক মৃন্ময় আকর্ষনে,
চলনবিলের মুক্ত বায়ুতে ভরে যাবে হৃদয় মন-
বন্ধু তুমি এসো হেথায় নিয়ে পরিবার পরিজন !

বসবো সবে একই সাথে; চায়ের কাপে তুলতে ঝড়-
অকৃত্রিম বন্ধুত্বের অংশীদারিত্বে রবো অবিচ্ছিন্ন চিত্তে মর্মর,
এসো হে বন্ধু আমার ঘরে চলনবিলের দক্ষিন পাড়ে-
থাকবো চেয়ে তব পথ প্রানে মঞ্জরিত সৌজন্যতা সম্ভারে ।

এসো তোমরা হয়ে আপন কোন এক গোঁধুলী বেলায়-
ঘুরবো সেদিন এক সাথে সবে চলনবিলের মেলায়,
হবে সবাই আমাদের আপন বন্ধুত্বের বাধনে সে ক্ষনে-
আমরাও সেদিন হবো আপন সবার বন্ধুত্বের আকর্ষনে…

এসো বন্ধু চলে এসো;দেরী না করে চলনবিলে-
চেয়ে রবো সানন্দে তব পথ প্রানে আসবে বলে,
হবে কত মজা; খাওয়া-ঘুরাঘুরি সবে এক সাথে মিলে-
আমন্ত্রন রইলো নির্মল ভালোবাসায় আসতে চলনবিলে……

________এপ্রিন্টিস এডভোকেট
এস এম মনিরুজ্জামান আকাশ
পাবনা জজ কোর্ট,পাবনা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(প্রিয় দোস্তঃ Papia Sultana ০৪/০৬
কে উৎসর্গীত)
==================================

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।