বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোপালপুরে এবার বৃদ্ধ করোনায় আক্রান্ত, ৫ বাড়ী লকডাউন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ জুন, ২০২০
মো.নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে নতুন করে এবার মোশারফ হোসেন নামে ষাট বছরের এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি পৌরসভার সূতী পলাশ গ্রামের মীরপাড়ার মৃত সুজাত আলীর ছেলে। তাকে নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ জনে। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫জন। শুক্রবার দুপুরে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেশ কিছুদিন ধরে ঠান্ডা ও জ্বর থাকায় গত ৩০ মে ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।
শুক্রবার সকালে পরীক্ষার ফলে তার কোভিড-১৯ পজিটিভ আসে। এদিকে যুবলীগ নেতা আসাদুজ্জামান সোহেলের ১মবার নমুনা পরীক্ষার ফল পজিটিভ হলেও পরবর্তী ২য় ও ৩য়বারে নেগেটিভ এসেছে। তিনি আরো জানান, আক্রান্ত ওই বৃদ্ধকে প্রয়োজনীয় ঔষধপত্র ও মাস্ক বিতরণ করার পর  মীরপাড়া তার গ্রামের বাড়ীসহ আশেপাশের ৫ বাড়ী লকডাউন করা হয়েছে। এতে ২৭ ব্যক্তি এ লকডাউনের আওতায় পড়েছেন। এ সময় তাঁর সাথে ডা. শাহীন ও এসআই নাজমুলসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।