সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ম.ম আমজাদ হোসেন মিলনের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকালে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরন সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, সাবেক সভাপতি আব্দুল হক, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইমরুল হোসেন ইমন,তাড়াশ উপজেলা আ:লীগের সাবেক যুগ্ম সসম্পাদক রজত ঘোষ, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান,সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ,প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ম.ম আমজাদ হোসেন মিলনের স্ত্রী ডেইজি মিলন, মেয়ে হোসনেআরা পারভীন লাভলী, হোসনেআরা নাসরিন দোলন, ছেলে জাকির হোসেন জুয়েল ও জর্জিয়াস মিলন রুবেল সহ আরো অনেকে। প্রসঙ্গ, সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ ও তাড়াশ আ:লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী ম, ম আমজাদ হোসেন মিলন গত রোববার সকাল সাড়ে ১১ টায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় ইন্তেকাল করেন।
#CBALO/আপন ইসলাম