ময়মনসিংহের ঈশরগঞ্জে এক গৃহবধু ও এক যুবকের লাশ উদ্ধার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে ওই পৃথক পৃথক স্থান থেকে এই দুইজনের লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের বৃ-পাচাশী গ্রামের সফর উদ্দিনের ছেলে সোহাগ মিয়ার সাথে প্রায় ১৬ বছর পুর্বে বিয়ে হয় পাড়াপাচাশি গ্রামের আব্দুস সোবানের মেয়ে বিলকিস আক্তারের (৩৫) এর। তাদের ঘরে ৫ টি সন্তান রয়েছে। স্বামীর সাথেও তার ছিল সোহার্দ্যপূর্ণ সম্পর্ক। এ অবস্থায় গতকাল সোমবার রাতে ঘরের আড়ার সাথে ওড়ানা দিয়ে ফাসিতে ঝুলে আত্মহত্যা করে । ঘটনার সময় তার স্বামী স্থানীয় বাজারে অবস্থান করছিল বলে স্থানীয়রা জানায়।
অপর দিকে একই উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচরনওপাড়া (মানদীর চর) গ্রামের আসাদুল ইসলাম (২৫) বাড়ির পাশে একটি গাছে গলায় মাফলার পেচিয়ে আত্নহত্যা করে। সে এই গ্রামের জালাল উদ্দিনের পুত্র। সে কিছুটা মানসিক প্রতিবন্ধী বলে স্থানীয়রা জানায়।
পৃথক-পৃথক স্থান থেকে উভয়ের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ । এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানা ওসি আঃ কাদির মিয়া পুলিশ জানায়,পরিবারের পক্ষ থেকে পৃথক পৃথক দুইটি ইউডি মামলা করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম