পাবনার চাটমোহরের ছাইকোলা ইউনিয়নের বনমালীনগর (মামাখালি) গ্রামের দুই তলা বিশিষ্ট মসজিদের ভিত্তিপ্রস্থ স্থাপন করা হয়েছে। সোমবার (১৯শে এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন অত্র মসজিদের সভাপতি জনাব মোঃ আব্দুস সালাম মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্যাশিয়ার শফিকুল ইসলাম, গ্রাম প্রধান আব্দুল গনি, আফজাল হোসেন, আব্দুল হাকিম, সাদেক আলী, আকবর আলী, নজরুল ইসলাম, সুকুর মাষ্টার, কলিমুদ্দিন, আসান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনের পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাত করেন অত্র মসজিদের মোয়াজ্জেম জয়নাল আবেদীন।
উল্লেখ্য অত্র মসজিদের ৫০ ফিট দৈর্ঘ এবং ৪৫ ফুট প্রস্থ দুই তলা বিশিষ্ট মসজিদের ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ লক্ষ টাকা।গ্রামবাসীর নিজ অর্থায়নে এবং সকলের সার্বিক সহযোগিতায় মসজিদটি তৈরী হবে।
#CBALO/আপন ইসলাম