লকডাউনে অন্যান্য দিন নিয়ম মানলেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে গতকাল সোমবার সলঙ্গায় জনসমাগম আর গরুর হাট চলছিল যথারিতী। গরু,ছাগল,হাঁস,মুরগি বিক্রি হচ্ছিল এ হাটে।
দু’ চার জনের মুখে মাস্ক থাকলেও স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে রীতিমত ভিড়ে চলছিল কেনাবেচা। বাজারের অন্যান্য দোকানীরা অভিযোগ করে জানায়,প্রতিদিন সাধারন দোকানীদের উপর প্রশাসনের কড়া হস্তক্ষেপ হলেও গরুর হাটে যেন প্রশাসনের লকডাউন নেই।সরকার ঘোষিত লকডাউনের ৬ষ্ঠ দিন গতকাল সোমবার সলঙ্গায় এমন হাট ও জনসমাগম নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। হাট কর্তৃপক্ষ জানান,সাপ্তাহিক গরুর হাট বন্ধ ঘোষনা করা হয়েছিল।তবুও ক্রেতা-বিক্রেতারা হাটে চলে আসায় আমাদের কিছুই করার নাই।
#CBALO/আপন ইসলাম