১৭ তারিখ আনুমানিক দুপুর ৩ টার সময় সাবেক ছাত্রলীগ নেতা ও নবীন সাংবাদিক অমিত হাসান হৃদয় এর বাসায় (১৭ নং আলমগঞ্জলেন মিলব্যারাক ফরিদাবাদ গেন্ডারিয়া ঢাকা ১২০৪) জামাত শিবিরের একদল যুবক অর্তকৃত হামলা করে। এই সময় বাসায় উপস্থিত ছিল সাবেক ছাত্রলীগ নেতার বাবা আবুল কাশেম মোড়ল, মেঝো বোন শেফালী আক্তার, ও সেঝো বোন শিরিন আক্তার পলি। এই সময় জরুরী কাজে বাসার অন্য সবাই ব্যাস্ত ছিল। এই বিষয় এ গেন্ডারিয়া থানায় মামলা করতে গেলে তারা অভিযোগ দাখিল করতে বলেন কিন্তু কোন মামলা নেন নাই। এই দিকে ছাত্রলীগ নেতার বাসায় বেপক ভাঙ্গাচুরা করে ও তার দুই বোন কে এলোপাতাড়ি পিটিয়ে ১ বোন এর হাত ভেঙে গেছে ও পায়ে জখম হয়ে গেছে। অন্য দিকে তার আরেক বোন এর দুই হাত ভেঙে গেছে। ছাত্রলীগ নেতা ও নবীন সাংবাদিক এর বক্তব্য পরিবার সবাই আওয়ামীলীগ করার কারনে এই হামলা হলো? নাকি আমার ও আমার পরিবার এর বিরুদ্ধে বড় কোন চক্রান্ত চলছে? এই দিকে এলাকা বাসী এই বিষয় খুব দুঃখ প্রকাশ করে বলেন যে এটার একটা সুষ্ঠু বিচার চাই। অন্য দিকে পরিবার ও ওই বাড়ির ভাড়াটিয়ারা এই বিষয় প্রশাসন ও সাংবাদিক ভাইদের কে দৃষ্টি আকর্ষণ করে উক্ত বিষয়এ এই পরিবার জানি ন্যায্য বিচারটা পাই সেই দিকে খেয়াল রাখতে বলেছেন।
#CBALO/আপন ইসলাম