অভয়নগরে কঠোর লক ডাউনে আয় উপার্জন হারিয়ে মোঃ রওশন আলী(৬৫) নামে একজন চা দোকানী দুর্বিষহ জীবন যাপন করছেন। তিনি নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কলোনী পাড়ার মৃত পিনু মোড়লের পুত্র। জানা গেছে, ৬ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম রওশন আলী চা বিক্রি করে জীবন নির্বাহ করেন। দীর্ঘ দিনের পরিশ্রমে তার শরীরে দানা বেঁধেছিল ভয়ংকর অসুখ। ধার দেনা করে টিউমার অপারেশন করে চা দোকানের উপার্জন দিয়ে সংসার পরিচালনা ও দেনা পরিশোধ করছিলেন। কিন্তু সেখানেও বিধি নির্মম। ক্রমাগত লকডাউনে আয় উপার্জন বন্ধ হওয়ায় চিকিৎসা করাতে পারছেন না, সংসার যেন আর চলেনা। সরকারী ত্রান সহযোগীতা না পেয়ে জীবন আজ যায় যায় অবস্থা। রওশন আলী সাংবাদিককে বলেন, মানবতা আজ কোথায় লুকালো? আমরা এতগুলো মানুষ কার দোরে যাব? অন্ততঃ দোকানটা খুলে বেঁচা কেনা করতে পারলেও জীবনটা বাঁচত।
#CBALO/আপন ইসলাম