সিরাজগঞ্জের অলিদহ গ্রামের মৃত ফরহাদ খন্দকারের ছোট ছেলে সলঙ্গার মডার্ন টেলিকমের প্রোপ্রাইটার BCPRTA এর সাধারন সম্পাদক কে এম সুজনের নামাজে জানাযা আজ সকাল ৯ টায় অলিদহ কেন্দ্রিয় ঈদগাহ মাঠে হাজারো মানুষের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়েছে। শেষে অলিদহ পাঁচপীর (সামাজিক) কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সুজনের স্ত্রী, ৩ কন্যা সন্তানসহ মা,ভাই বোন ও অসংখ্য আত্নীয়স্বজন রেখে মারা যান। সুজনের বড় ভাই সেলিম রেজা সকলের নিকট দোয়া চেয়েছেন, যেন মহান আল্লাহ তায়ালা তাদের সকলকে শোক সইবার ক্ষমতা দান এবং সুজনকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
#CBALO/আপন ইসলাম