বরিশালের গৌরনদীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠিন লকডাউনে স্বাস্থ্য বিধি না মানায় ১ জন পথচারী, ২ জন মোটর সাইকেল চালক ও ১ জন আরোহীকে এক হাজার দুইশ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড ও ভূরঘাটা বাসষ্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন।এ সময় মুভমেন্ট পাশ ছাড়া সড়কে বের হওয়াসহ মোটর সাইকেল চালক ও আরোহীর হেলমেট ও মাস্ক পরিধান না করায় এ জরিমানা করা হয়। এ ছাড়া উপজেলা নিবার্হী অফিসার সকলকে মাক্স পরিধান করে সরকারের ১৮ দফা নিদের্শনা পালনের আহবান জানান। এ সময় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক সাহাবুদ্দিন ও এএসআই মোকছেদ হোসেনসহ থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম