অভয়নগর নওয়াপাড়ায় লকডাউন বাস্তবায়নে পুলিশের ভূমিকা চোখে পড়ার মত। দেশে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। জনগণকে সুরক্ষিত রাখতে ও সংক্রমণ বিস্তার রোধ করতে সরকারের পক্ষ থেকে বারবার দেওয়া হচ্ছে নির্দেশনা। সরকার করোনার ২য় ঢেউ মোকাবেলা ও সংক্রমণ ঠেকাতে জনগণকে নির্দেশনা দেওয়া হলেও অনেকেই মানছে না সেই নির্দেশনা। তাই প্রতিনিয়ত করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। অভয়নগর থানার অফিসার্স ইন্চার্জ ওসি মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল,ও এসআই আব্দুর রহমানসহ থানা পুলিশের টিম নওয়াপাড়া বাজার সহ অভয়নগর উপজেলা জুড়ে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে তৎপরতা জোরদার করেছেন। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মনিরুজ্জামান বলেন, জনগণকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে সরকার যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নের জন্য থানা পুলিশ সর্বদা চেষ্টা ও ভূমিকা পালন করছে। এ নির্দেশনা তো জনগণের মঙ্গলের জন্য তাই সকলের উচিত নির্দেশনাগুলো মেনে চলা। এ ব্যাপারে থানা পুলিশ মাঠে রয়েছে এবং থানা পুলিশের তৎপরতা অব্যহত থাকবে।
#CBALO/আপন ইসলাম