সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোপালপুরে মসজিদে ক্যালেন্ডার লাগানো কেন্দ্র করে সংঘর্ষ, মামলা, কারাগারে ৫

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

টাঙ্গাইলের গোপালপুরে আলম নগর বয়ড়া পাড়া মসজিদে ক্যালেন্ডার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ উভয় পক্ষের পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলমনগর উত্তরপাড়া মসজিদ কমিটির সঙ্গে আলমনগর দক্ষিণপাড়া মসজিদ কমিটির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৩ এপ্রিল বিকেলে আলমনগর উত্তরপাড়া মসজিদ কমিটির লোকজন আলমনগর দক্ষিণপাড়া মসজিদ গিয়ে ইমামের নামাজের স্থানের পাশে একটি ক্যালেন্ডার টাঙান। মসজিদ কমিটির লোকজন বাধা দেওয়ার পরও তারা ক্যালেন্ডার টাঙিয়ে চলে যান।
পরে আলমনগর দক্ষিণপাড়া মসজিদ কমিটির লোকজন ক্যালেন্ডারটি মসজিদের বারান্দায় নিয়ে টাঙিয়ে রাখেন। পরদিন বুধবার বিকেলে আলমনগর উত্তরপাড়া মসজিদ কমিটি লোকজন ক্যালেন্ডারটি বারান্দায় দেখে আলমনগর দক্ষিণপাড়া মসজিদে থাকা লোকজনদের গালিগালাজ করতে থাকেন।
এ সময় আশরাফুল আলম ইয়াসিন নামে এক যুবক তাদের বাধা দিলে আলমনগর উত্তরপাড়া মসজিদ কমিটির লোকজন হাতুরি, রড, বাঁশের লাঠি নিয়ে আশরাফুল আলম ইয়াসিনসহ মসজিদের মুসল্লিদের ওপর হামলা করেন। এতে আশরাফুল আলম ইয়াসিনসহ চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় আলমনগর দক্ষিণপাড়ার তোরাপ আলী বাদী হয়ে আলমনগর মধ্যপাড়ার হায়দার আলী (৪৫), হায়দার আলী ছেলে মো. জাহিদ (২১), নস্কর আলীর ছেলে সুমন মিয়া (২২), মোশারফ হোসেনের ছেলে আশরাফ আলী (২২), মোজাফফর আলী ছেলে মো. সাইফুল (২৬), হযরত আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও আকবর, ঠান্ডুর ছেলে সোহাগ (২১), আবু সাইদ (৩৮), বাদশা (৪২), রশিদের ছেলে আমিনুলসহ (২৮) অজ্ঞাত আরও ১২-১৩ জনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার গোপালপুর থানায় মামলা দায়ের করেন। পরে আলমনগর উত্তরপাড়া মসজিদ কমিটির নিজাম বাদি হয়ে আলমনগর দক্ষিণপাড়া মসজিদ কমিটির লোকজনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করেন।
আলমনগর দক্ষিণপাড়ার বাসিন্দারা জানান, হাফেজ আমানউল্লাহ উস্কানিতে দীর্ঘদিন ধরে আলমনগর উত্তরপাড়া মসজিদ কমিটির সঙ্গে বিরোধ চলে আসছে। উস্কানির কারণেই আলমনগর দক্ষিণপাড়া মসজিদ ও মাদ্রাসা থেকে ভাগ হয়ে যায় আলমনগর উত্তরপাড়া।
আলমনগর উত্তরপাড়া মসজিদ কমিটির সভাপতি শমসের আলী মাস্টার বলেন, ‘ক্যালেন্ডার ছেড়াকে সংঘর্ষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মিমাংসার দাবি জানাই।’
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। মামলার পর আলমনগর উত্তরপাড়া মসজিদ কমিটির শামীম, আমানউল্লাহ ও আমিনুলকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকটি মামলায় আলমনগর দক্ষিণপাড়া মসজিদ কমিটির দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।