নওগাঁর সাপাহারে জ্বালানী কাঠ পোড়ানোর অপরাধে দু’টি ইট ভাটাকে ৬০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার বিকেলে উপজেলার করমুডাঙ্গা এলাকায় সাপাহার থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন।
এসময় দু’টি ইট ভাটায় জ্বালানী কাঠ পোড়ানোর অপরাধে ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে সততা ইট ভাটাকে ৩০ হাজার এবং হক ইট ভাটাকে ৩০ হাজার সহ দু’টি ইট ভাটাকে মোট ৬০ হাজার টাকা অর্থদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
#CBALO/আপন ইসলাম