পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের 1 নং ওয়ার্ড চরপাড়া- বন্যাকান্দি গ্রামের রাস্তাটি বন্যায় ডুবে যায় গ্রামবাসীর চলাচলের কষ্ট লাঘবে মাটি দ্বারা ভরাটের উদ্যোগ নেয়া হয়েছে।
আজ সকালে ভরাট প্রকল্প কাবিটা উদ্যোগে রাস্তায় মাটি ফেলে কাজের উদ্বোধন করেন। গরীব দুখী মেহনতী মানুষের একমাত্র কান্ডারী, ধুলাউড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জরিফ আহমেদ (মাস্টার )এবং বাংলাদেশ আওয়ামীলিগ ধুলাউড়ি ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মো:আনিসুর রহমান ।
এ সময় ইউপি সদস্য মো জাহিদ হাসান ,ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্গ দিনের দাবী অনুযায়ী সরকারী ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যা কালীন সময়ে চরাঞ্চলের ১/3টি গ্রামের মানুষের দুর্ভোগ পোহাতে হবেনা বলে জানিয়েছে স্থানীয়রা।
#CBALO/আপন ইসলাম