সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে দোকানঘর ও বসতবাড়ী ভাঙ্গচুর আহত-৩

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

টাঙ্গাইলের নাগরপুরে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে দোকানঘর ও বসতবাড়ী ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাকুটিয়া ইউনিয়নে এ ঘটনায় ৩ জন আহত হয়। আহতরা হলেন পাকুটিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ জানে আলমের বড় ভাই মো. আদম আলীর দুই ছেলে মো রবিউল (১৫) ও রাহুল (১০) এবং চাচাতো ভাই শিপন (২৩) । আহতদের এলাকাবাসী উদ্বার করে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয় নিয়ে পাকুটিয়া ইউনিয়নের মো. আদম আলী নাগরপুর থানায় একটি অভিযোগ দায় করে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার পাকুটিয়া ইউনিয়নে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে দোকানঘর ও বসতবাড়ী ভাঙ্গচুরের ঘটনা ঘটিয়েছে ওই এলাকার সোহেল, আশিক, এলিম , অনিকসহ আরো ৩/৪জন মিলে। মো. আদম আলীর দোকানে ও বসতবাড়ীতে হামলা, ভাঙ্গচুর ও লুটপাটসহ মারপিট ঘটায় ওই দূর্বৃত্তরা। এতে মো. আদম আলীর দু ছেলে মো রবিউল (১৫) ও রাহুল (১০) এবং চাচাতো ভাই শিপন (২৩) গুরুতর আহত হয় । তাদেরকে এলাকাবাসী উদ্বার করে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয় নিয়ে পাকুটিয়া ইউনিয়নের মো. আদম আলী নাগরপুর থানায় ৬ জন কে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

পূনরায বুধবার সকালে সোহেল, আশিক, এলিম, অনিকসহ আরো ৩/৪ জন মিলে জানে আলমের পরিবারের উপর হামলা করে। পরে গ্রাম পুলিশ জানে আলম বাদী হয়ে নাগরপুর থানায় ৯ জনের নাম উল্লেখ করে আরো একটি অভিযোগ দায়ের করে।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।