ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের মাটি খনন করার সময় প্রায় শত বৎসরের পুরাতন বিষ্ণু মূর্তি পাওয়া গেলে তা হরিপুর থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল এগারো টায় উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের জামুন ইট ভাটায়। ঘটনাসূত্রে জানা যায় জামুন ইট ভাটার মালিক হবিবর রহমান ভাটার ইট তৈরীর জন্য জামুন গ্রামের মৃত কৃষাণ মেম্বারের ছেলে যগেন পাল এর নিকট থেকে মাটি ক্রয় করে নেন। গত বুধবার পুকুরে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে গাড়িতে করে ভাটায় নিয়ে আসে। ভাটার শ্রমিকরা ভাটায় মাটি কাটার সময় একটি বিষ্ণু মূর্তি পায় এবং ভাটার মালিকের ছেলে জামিল চৌধুরীর নিকট জমা দেয়। অতপর তিনি গতকাল বৃহস্পতিবার হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গজেব কে জানায় এবং থানা পুলিশ সেখান থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ আওরঙ্গজেব বলেন, এটি সনাতন ধর্মীয় সম্প্রদায়ের বিষ্ণু মূর্তি হতে পারে। এটি কিসের তৈরী বা এর মূল্য কত তা বলা সম্ভব নয়। এটি পরীক্ষার জন্য কেমিস্টে পাঠানো হবে। মূর্তি পাওয়ার বিষয়টি ভাটার মালিক হবিবর রহমান এবং ২নং আমগাঁও চেয়ারম্যান পাভেল তালুকদার নিশ্চিত করেছেন।
#CBALO/আপন ইসলাম