দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহামারি করোনা সংক্রমণ ও মৃত্যু। আছে সরকারি নির্দেশনা ও লকডাউন এ পরিস্থিতিতে গতবারের ন্যায় এবারও অসহায় পরিবারের মাঝে করোনাকালীন খাদ্য সামগ্রী (সহায়তা) ও মাস্ক বিতরণ করলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও লামা উপজেলা মহিলা আ,লীগের সভাপতি নারীনেত্রী ফাতেমা পারুল। সোমবার (১২ এপ্রিল, ২০২১ ইং) সকালে রাজবাড়িস্থ নব জাগরণ সমিতির অফিসে এ করোনাকালীন খাদ্য সহায়তা ও মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও লামা উপজেলা মহিলা আ,লীগের সভাপতি নারীনেত্রী ফাতেমা পারুল। আরও উপস্থিত ছিলেন লামা উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন প্রমূখ। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য নারীনেত্রী ফাতেমা পারুল জানান, পাশের প্রতিবেশী হত-দরিদ্র, অসহায় পরিবার ও সামনে রমজানের কথা চিন্তা করে গতবারের ন্যায় এবারও এ খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি তিনি,কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের পরামর্শ দেন।
#CBALO/আপন ইসলাম