মহামারী করোনা ভাইরাসের প্রভাবে জনসাধারণের প্রাণীজ পুষ্টি চাহিদা নিশ্চিতকরণের লক্ষে বরিশালের গৌরনদীতে ন্যায্যমূল্যের ভ্রাম্যমান দুধ, ডিম, মাছ ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগীতায় ও উপজেলা প্রানিসম্পদ কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সকালে বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মাছুম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশারসহ অন্যান্যরা।
#CBALO/আপন ইসলাম