পাবনা সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক, গণেশপুর গ্রামের ইউসুফের ছেলে বকুল (৩০) ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে । বকুলের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা ও ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জানা যায়, সম্প্রতি সে ও তার দুইজন সহকারি কবির ও চাঁদ কে সাথে নিয়ে একজন সদ্য বিবাহিত মেয়ে মাসুরা, স্বামী: মো: শাকিল উদ্দিন গ্রাম: গণেশপুর। স্বামীর অনুপস্থিতে সেই মেয়ের ঘরে গিয়ে মুখে রুমাল পেচিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে মেয়ের চিৎকারে স্বামীর ভাই এবং ভাইয়ের স্ত্রী সহ গ্রামের লোকজন এগিয়ে আসে। ঘটনাটি ঘটার সাথে সাথে এলাকার লোকজন থানাতে ফোন দিয়ে ওসিকে বিষয়টি নিশ্চিত করে। তারপর
নবদম্পতি থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন। ইতোপূর্বেও সে এ ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলো বলে গ্রামবাসীরা জানান। এলাকাবাসী আরও জানান, ইতোপূর্বে আলহাজ্ব, পিতা: মৃত কিয়াম তার স্ত্রী: মোছা: শাপলা খাতুন গ্রাম: গনেশপুর। তার স্বামীর অনুপস্থিতি বুঝতে পেরে তাকেও ধর্ষণের চেষ্টা করেছিল। এ নিয়ে এলাকাতে শালিস-বিচারও হয়েছে। এলাকার এক আ:লীগ নেতা জানান, সে তথ্য গোপন করে আওয়ামী লীগের কোনো ভোটার না হয়েও অবৈধভাবে সাধারণ সম্পাদক হয়েছে প্রধানমন্ত্রীর গড়ে তোলা আর্দশিক সংঠন আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করেছে। সম্প্রতি বিট পুলিশিং অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মাহমুদ দেলোয়ার বলেছিলেন, আওয়ামী লীগে কোনো মাদক ব্যবসায়ী ঠাঁই হবে না। তাই এলাকাবাসি এই মাদক ব্যবসায়ী, লম্পট ও প্রতারক কে দলীয় শৃঙ্খলা ভংগের কারণে দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছে।
#CBALO/আপন ইসলাম