সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে থ্রী হুইলার থেকে প্রতিদিন অর্ধ লাখ টাকার চাঁদাবাজি

প্রকাশিত হয়েছে- রবিবার, ১১ এপ্রিল, ২০২১

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমন প্রতিরোধে সারাদেশের ন্যায় বরিশালেও দুরপাল্লা রুটের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এ সুযোগে মহাসড়কে সম্পূর্ণ অবৈধভাবে যাত্রী নিয়ে অবাধে চলাচল করছে থ্রী হুইলার গাড়িগুলো। আর এই অবৈধকাজ বৈধ করার নেপথ্যে রয়েছে প্রতিদিন প্রায় অর্ধ লাখ টাকার চাঁদাবাজি।

সূত্রমতে, স্বাভাবিক সময় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে মাহিদ্রা, গ্যাস চালিত সিএনজি ও ব্যাটারীচালিত অটোরিকসা সর্বোচ্চ যাত্রী নিয়ে নগরীর শেষপ্রাপ্ত গড়িয়ারপাড় কিংবা বানারীপাড়া ও উজিরপুর পর্যন্ত চলাচল করতো। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর সেইসব থ্রী-হুইলারগুলো গত কয়েকদিন থেকে যাত্রী নিয়ে বরিশাল থেকে মাওয়া পর্যন্ত চলাচল করছে।

একাধিক চালকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলাচল করা এসব থ্রী-হুইলার থেকে প্রায় অর্ধ লাখ টাকা ঘুষ দেয়া হচ্ছে। যার একটি অংশ যাচ্ছে বন্ধ থাকা বাস স্টাফদের পকেটে আর অপর অংশটি যাচ্ছে বরিশাল এয়ারপোর্ট থানার কতিপয় অফিসারের পকেটে।
তবে থানা পুলিশের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে এয়ারপোর্ট থানার ওসি বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে সকলধরনের থ্রী হুইলারকে মহাসড়কে চলাচল করার বিষয়টি সম্পূর্ন অবৈধ দাবি করে বরিশাল বিআরটিএ’র কর্মকর্তারা বলেন, স্বল্প ও সীমিত পরিসরের ক্ষমতা ইঞ্জিন সম্পন্ন এই যানবাহনগুলো দুরপাল্লা রুটে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ন। এতে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সরেজমিনে নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, বাস শ্রমিকরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে মাহিদ্রায় যাত্রী তুলে দিচ্ছে। ফলে প্রতি ট্রিপে গাড়ি প্রতি দেড়শ’ টাকা করে রেখে দিচ্ছেন ওইসব বাস শ্রমিকরা। একাধিক মাহিন্দ্রা চালক জানান, বাস শ্রমিকদের পাশাপাশি এয়ারপোর্ট থানা পুলিশের দুটি চেক পোষ্টে পৃথকভাবে গাড়ি প্রতি একশ’ টাকা করে দিতে হচ্ছে। তারা আরও জানান, প্রতিদিন চলাচল করা মাহিন্দ্রা থেকে প্রায় অর্ধ লাখ টাকার অধিক চাঁদা দিতে হচ্ছে।

সূত্রমতে, নথুল্লাবাদ থেকে মাওয়া পর্যন্ত প্রতিজন যাত্রীর কাছ থেকে পাঁচশ’ এবং উজিরপুরের ইচলাদী ও গৌরনদীর ভুরঘাটার যাত্রীদের কাছ থেকে দুই থেকে আড়াইশ’ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।