ঝালকাঠির জেলা যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সহ প্রচার সম্পাদক মিশু মল্লিকের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার বাদ জোহর এবায়দুল্লাহ জামে মসজিদ ময়দানে শত শত মুসল্লিদের উপস্থিতিতে জানাযার নামাজ আদায় করা হয়। জানাযার পূর্বে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ এবং মরহুমের বড় ভাই। এ সময় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠির পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, বিএনপি’র জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এবং. আনোয়ার হোসেন আনু, ১নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম জাকির, বিএনপি নেতা সরদার এনামুল হক এলিন, যুবদল সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, ছাত্রদল সাধারণ সম্পাদক গাজী গিয়াস সরদার দীপুসহ সর্ব স্তরের জনগণ জানাযায় উপস্থিত ছিলেন। শুক্রবার দিবাগত রাত ১২:৩০ মি সময় ষ্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে ১ শিশু কন্যা ও স্ত্রীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। আগামী সোমবার বাদ আছর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।
#CBALO/আপন ইসলাম