ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম আজ ৯ এপ্রিল সকালে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
তিনি ঠাকুরগাঁও কলেজ পাড়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানের ছেলে ।শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ঠাকুরগাঁও ডায়াবেটিস হাসপাতাল মাঠে জানাজা নামাজ শেষ হয় ।এরপর সেনুয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড । সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেন ।
#CBALO/আপন ইসলাম