রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিক ও শিল্পী রিয়েনের মৃত্যুতে শোক প্রকাশ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

পরাজয় বরণ করলো রিয়েন। নীরবে নিঃশব্দে কাউকে না জানিয়ে সবার অগোচরে ঢলে পড়লো মৃত্যুর কোলে। বাঁচার সকল চেষ্টা বৃথা হয়ে গেল এক নিমিষেই।কেউ আর চিৎকার করে বলবে না ” ও খোদা আর পারছি না, তুমি আমাকে সুস্থ করে দাও”,। পাক-ভারত উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ কবি কলামিস্ট ও সাংবাদিক প্রয়াত মাহবুব আহমেদ খানের নাতি, জাতীয় পার্টির নেতা রাজনীতিবিদ মাহবুব মোরশেদ খান জেম এর বড় ছেলে, ৭১ টিভির ক্রাইম রিপোর্টার, আবৃত্তি শিল্পী মন্জুর মোরশেদ খান রিয়েন (৩৫)আজ ৯ এপ্রিল’২১মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় হ্রদ রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না-লিল্লাহ ——রাজেউন) । প্রতি রাতের মতো নিয়মানুযায়ী ওষুধ পথ্য খাওয়া দাওয়া শেষ করে রিয়েন ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু ঘটে।প্রতিবাদি সাংবাদিক ও শিল্পী রিয়েন সম্প্রতি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ তার শরীরের নানাবিধ সমস্যা সৃষ্টি হয়। রাজশাহী, ঢাকা ও দেশের বাইরে চিকিৎসা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন সুহৃদ ও পরিবার থেকে সাধ্যমত তার চিকিৎসার ব্যাবস্হা করা হয়। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার চিকিৎসা অব্যাহত ছিল।মিষ্টভাষী সাংবাদিক রিয়েন দৃঢ় ভাবে বিশ্বাস করতেন যে, সে আবার সুস্থ হয়ে উঠবেন। আবার ছুটে বেড়াবেন খবরের পেছনের খবর অনুসন্ধান করে তা জাতির সামনে তুলে ধরবেন। রিয়েনের সে স্বপ্ন স্বপ্নই রয়েগেল। সবাইকে কাঁদিয়ে এক বুক ব্যাথা বুকে নিয়ে বড় অভিমানে চলে গেল না ফেরার দেশে। আজ বাদ আসর ঈশ্বরদী শহরের কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন মসজিদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শুভাকাঙ্ক্ষী স্বজনদের জানাজায় উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সাংবাদিক ও শিল্পী রিয়েনের মৃত্যুতে সোনালী বাংলা টেলিভিশন ও তরঙ্গ নিউজ পরিবারে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুম রিয়েনের বিদেয়ী আত্মার শান্তি কামনা করেছেন।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।