সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এনায়েতপুর গুচ্ছগ্রামে শুক্রবার চিহিৃত মাদক ব্যাবসায়ী সেলিনা ওরফে স্লীপাকে (২৩) ফের মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।
মডেল থানা সুত্রে উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের ফারুক মিয়ার স্ত্রী সেলিনা ওরফে স্লীপা মাদক মামলায় প্রায় আড়াই মাস হাজতে থাকার পর গত কদিন আগে বেরিয়েছে । তার স্বামী মাদক মামলায় হাজতে রয়েছে।
মডেল থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পি পি এম জানান সেলিনা ওরফে স্লীপা ও তার স্বামী চিহিৃত মাদক ব্যাবসায়ী । তার স্বামী ফারুক মিয়া মাদক মামলায় জেল হাজতে রয়েছে। সেলিনা ওরফে স্লীপার ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হয়েছে। আজ শুক্রবারই তাকে আদালতে পাঠানো হবে।
#CBALO/আপন ইসলাম