বর্তমান চলমান মহামারী কোভিড-১৯ নিষেধাজ্ঞায় ও আসন্ন রমজান মাসে বাজার স্থিতিশীল রাখার জন্য সাটুরিয়া প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ভ্রাম্যমাণ গাড়ীতে করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজারে ডিম,দুধ ও মুরগী বিক্রি শুরু করেছে। আজ শুক্রবার সকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম ওই ভ্রাম্যমাণ গাড়ীতে ডিম ও দুধ বিক্রির শুভ উদ্ভোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মোঃ মনির হোসেন,ডা.মোঃ সেলিম জাহান,ডা.রাশনা রাহাত শাওকি ও সাংবাদিক মোঃ লুৎফর রহমান প্রমূখ। সাটুরিয়া প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মোঃমনির হোসেন জানান বর্তমান চলমান কোভিড-১৯ নিষেধাজ্ঞায় ও আসন্ন রমজান মাসে বাজার স্থিতিশীল রাখার জন্য খামারিদের উৎপাদিত প্রাণীজাত পণ্য সরবরাহ ও বিপণন সচল রাখতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজারে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ গাড়ীতে করে ডিম, দুধ ও মুরগী বিক্রিয় কার্যক্রম শুরু করা হয়েছে। এতে করে ক্রেতারা গুণগতমান সম্পন্ন দুধ,ডিম ও মাংস ন্যায্যমূল্যে ক্রয় করতে পারবে। প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এবং বাংলাদেশ পোল্ট্রি ও ডেইরী ফার্মস এসোসিয়েশন এর সহযোগিতায় সারাদেশে এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
#CBALO/আপন ইসলাম