২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল গত ৪ এপ্রিল প্রকাশিত হয়। ফলাফল বিশ্লেষণ করে দেখতে পাই, আদিবাসী (উপজাতীয়) কোটায় বরাদ্দকৃত আসনে অ-আদিবাসীদের নির্বাচিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ভর্তি বিজ্ঞপ্তিতে আদিবাসী কোটার আসন বন্টন বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। আদিবাসী (উপজাতীয়) ও অ-আিদবাসী কোটায় মোট ৩৩টি (৩০+৩) আসন বরাদ্দ রাখা হয়েছে। যার মধ্যে পার্বত্য তিন জেলার আদিবাসীদের জন্য ৯টি, পার্বত্য অ-আদিবাসীদের জন্য ৩টি, অন্যান্য জেলার আদিবাসীদের জন্য ৮টি, এবং রাঙ্গামাটি মেডিকেল কলেজের জন্য সংরক্ষিত ১৩টি আসন বরাদ্দ রাখা রয়েছে। কিন্তু ফলাফলে দেখা যায় যে, আদিবাসী কোটার আসনগুলোতে অ-আদিবাসীদের ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। পার্বত্য ব্যতীত অন্যান্য জেলার আদিবাসী শিক্ষার্থীদের কোটায় (৭৭ কোড) নির্বাচিত ৮ জনের মধ্যে ৫ জনই বাঙালি। সমতলের আদিবাসী শিক্ষার্থী নির্বাচিত হয়েছে মাত্র ৩ জন। এদিকে তিন পাবর্ত্য জেলার অ-আদিবাসীদের জন্য মাত্র ৩ টি আসন বরাদ্দ থাকলেও মোট ৭ জনকে নির্বাচন করা হয়েছে। যার মধ্যে একজনকে রাঙামাটি জেলা আদিবাসী কোটায় বরাদ্দ দেয়া হয়েছে। তাদের জন্য বরাদ্দকৃত ৩ টি আসন সহ মোট ১২ বাঙালি শিক্ষার্থী আদিবাসী কোটায় ভর্তির জন্য নির্বাাচিত করা হয়েছে। এর ফলে মোট ৯ জন বাঙালি শিক্ষার্থী আদিবাসীদের জন্য বরাদ্দকৃত আসন দখল করে নেওয়ায় সমতলের ৫ জন আদিবাসী শিক্ষার্থী সহ মোট ৯জন আদিবাসী শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তিতে বঞ্চিত হচ্ছে। আদিবাসী কোটায় অ-আদিবাসীরা কিভাবে স্থান পায়? বিষয়টির সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আদিবাসী কোটায় আদিবাসীদের ব্যতীত অন্য কেউ সুযোগ পেতে পারেনা । আদিবাসীদের ন্যায্য অধিকারগুলো এভাবেই বেহাত হয়ে যায়। আমরা আদিবাসীরা বুঝতেই পারিনা। আদিবাসী কোটায় শুধুমাত্র আদিবাসীদেরকেই বরাদ্দ দিতে হবে।
#CBALO/আপন ইসলাম