অভয়নগরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে বৃহস্পতিবার(৮/৪/২১) পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জন। বুধবার বিকালে সর্বশেষ ১১ জনের দেহে করোনা পজেটিভ সনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ১জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। উপজেলায় এপর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০৯ জন। এর মধ্যে মারা গেছেন ১৬ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে প্রাপ্ত তথ্যে আরো জানা যায়, করোনা প্রতিরোধের জন্য এ পর্যন্ত প্রথম ডোজের টিকা গ্রহন করেছেন ১০ হাজার ১১১জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৮০ জন।
#CBALO/আপন ইসলাম