অভয়নগর লকডাউনে বিপাকে পড়েছে অভয়নগর উপজেলার সাধারণ খেটে খাওয়া মানুষগুলো। সরকারী নির্দেশনা মেনে চলায় প্রতিদিনের উপার্জনে প্রভাব পড়ায় জীবন নির্বাহ করা তাদের জন্য দূরুহ হয়ে পড়েছে। মফস্বল থেকে গ্রামের সর্বত্র একই অবস্থা। নিত্য পণ্যের মূল্য দিন দিন বৃদ্ধি পাওয়ায় যেখানে নাভিশ্বাস উঠেছে সেখানে এনজিওগুলোর নিয়মিত কিস্তি আদায় মড়ার উপর খাঁড়ার ঘাঁ হয়ে দাড়িয়েছে। নওয়াপাড়া জুট মিলের শ্রমিক কোহিনুর বলেন, মিলের এক সাইড বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারিয়ে এমনিতেই মানবেতর জীবন যাপন করছি, তার উপর লকডাউনে এনজিওগুলোর কিস্তির চাপে দিশেহারা হয়ে পড়েছি।
#CBALO/আপন ইসলাম