মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এবং জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ বুধবার (৭ এপ্রিল) দুপুর ২. ২০ মিনিটে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল আমীন আখন্দ। আব্দুস সোবহান চেয়ারম্যান এর ভাতিজি জামাতা মইনুল জানান, তিনি ২৭ মার্চ স্ত্রীসহ করোনা উপসর্গ নিয়ে সাটুরিয়া হাসপাতালে ভর্তি হন। পরের দিন ২৮ মার্চ করোনা পজিটিভ হলে মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তবে তার স্ত্রী বর্তমানে সুস্থ্য আছেন বলেও জানান তিনি। আব্দুস সোবাহন সাটুরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মানিকগঞ্জ জেলা কৃষকদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছাড়াও বালিয়াটি ইউনিয়নের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ছিলেন।
#CBALO/আপন ইসলাম