মঙ্গলবার , ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আসামীদের গ্রেপ্তার-ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৭ এপ্রিল, ২০২১

নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধে বাবলু সাকিদার নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ আনোয়ার ও আয়নাল। প্রতিপক্ষরা একই এলাকার কিফাতুল্লা প্রামানিকের ছেলে। গত ২৮ মার্চ রাতের এ হত্যাকান্ডের দীর্ঘ আটদিন পেরিয়ে গেলেও আসামীদের আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকাবাসী ও নিহতের পরিবার-পরিজন নিরুপায় হয়ে রোববার সকালে উপজেলার নওপাড়া এলাকায় আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন।

মানববন্ধনে আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন- নিহত বাবলুর স্ত্রী হাজেরা বেগম, ছেলে লোকমান হোসেন, মেয়ে খালেদা খাতুন, সমাজসেবক মমিনসহ অনেকে।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, আসামী পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের জোর তৎপরতা চলছে।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।