বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নুর আলম হাওলাদার (৬৮) ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত গভীররাতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর মরহুমের জানাজা শেষে বড়কসবা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, আকন কুদ্দুসুর রহমান, এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, পৌর বিএনপির সভাপতি এসএম মনির-উজ জামান মনিরসহ স্থানীয় বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
#CBALO/আপন ইসলাম