নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েলের পিতা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্য এ্যাডভোকেট জালাল উদ্দিন গুরুতর অসুস্থাবস্থায় মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় মৃত্যুবরন করেন। মরহুমের নামাযে জানাযা বিকাল-৫ টায় চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নামাযে জানাযা এর পূর্বে মরহুমের কর্মবহুল জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, মরহুমের সন্তান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ ।
#CBALO/আপন ইসলাম