বুধবার , ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বেলকুচিতে কিশোরীকে অপহরণের অভিযোগ,চারদিনেও সন্ধান মেলেনি, শঙ্কায় পরিবার

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ এপ্রিল, ২০২১

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামে শারমিন খাতুন (১৫)নামে এক কিশোরীকে অপহরনের অভিযোগ উঠেছে একই গ্রামের খোদা বক্স শেখের ছেলে জুয়েল শেখের (৩৫) বিরুদ্ধে ।
পারিবার সুত্রে জানাযায়, রাজাপুর গ্রামের জুয়েল শেখের সাথে পুর্ব শত্রুতার জেরে গত ১লা এপ্রিল বিকেলে একই গ্রামের সাকাওত মোল্লার মেয়ে শারমিনকে বাড়ির পাশে থেকে সিএনজিতে জোর পুর্বক উঠিয়ে নিয়ে যায় । এ ব্যাপারে জুয়েলের বাবা খোদা বক্সকে জানানো হলে তিনি বিষয়টি জানেন ও মেয়েকে উদ্ধার করে বাড়িতে পৌছে দিবে বলে প্রতিশ্রুতি দেন । পরবর্তিতে তাদের আর কোন তৎপরতা না দেখে শুক্রবার (২ এপ্রিল) রাতে শারমিনের বাবা বাদী হয়ে বেলকুচি থানায় একটি লিখিত অভিযোগ দেন । চার দিন অতিবাহিত হলেও শারমিনের কোন সন্ধান না পাওয়ায় শঙ্কায় রয়েছে তার পরিবার ।
শারনিনের বাবা সাকাওত মোল্লা বলেন, মাঝে মাঝে আমার মেয়েকে জুয়েল নানা ভাবে উত্তক্ত করত । এই বিষয়ে তার পরিবারকে জানানো হলে আমাদেরকে হুমকি দেয় । অনৈতিক ভাবে তিন বিয়ে করা জুয়েল এলাকার অনেক মেয়ের দিকে তার লালসার দৃষ্টি দেয় । আমার মেয়েকেও সে উঠিয়ে নিয়ে যাবে বলে নানা সময় হুমকি দেয় ।তারই জের ধরে ১লা এপ্রিল বিকেলে আমার মেয়েকে বাড়ির পাশে থেকে জোর পুর্বক সিএনজিতে উঠিয়ে নিয়ে যায় । জুয়েলের কাছে থেকে শারমিনকে উদ্ধার করতে না পারলে প্রান নাশের শঙ্কা রয়েছে বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা জানান, শারমিন অতি দরিদ্র পরিবারের মেয়ে তার বাবা স্থানীয় মাতব্বর ও ইউপি সদস্যদের দারে দারে ঘুড়ে এবং থানায় গিয়েও তার মেয়ে উদ্ধারের কোন সামাধান পায় নি । জুয়েল প্রভাবশালী হওয়ায় ও অনৈতিক ভাবে একাধিক বিয়ে করায় তার বিরুদ্ধে কেও প্রতিবাদ করতে সাহস পায় না ।টাকার বিনিময়ে সব কিছু ম্যানেজ করার দ¶তা রয়েছে তার ।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, থানায় অভিযোগ দিয়েছে কিনা আমার জানা নেই । যদি অভিযোগ দিয়ে থাকে তবে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

#CBALO/আপন ইসলাম

 

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।