অভয়নগরে হাসপাতাল ক্লিনিকগুলোতে প্রতারক দালালদের খপ্পরে পড়ে রোগীরা প্রতিনিয়ত হয়রানি ও প্রতারিত হচ্ছে। সরেজমিনে দেখা যায়, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা চিকিৎসা নিতে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা রোগীদের আর্থিক অবস্থা পর্যালোচনা করে স্বচ্ছল বুঝতে পারলে তাদের অধীন ক্লিনিকগুলোতে ভাল চিকিৎসার কথা বলে পাঠিয়ে দিয়ে হাতিয়ে নেয় অতিরিক্ত টাকা। দেখা যায়, ক্লিনিকগুলোতে পর্যাপ্ত সরঞ্জামাদি না থাকায় ও অবহেলায় মৃত্যুর সম্ভাবনা থাকলে তড়িঘড়ি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দায়িত্ব এড়িয়ে যায়। ভূক্তভোগীরা আইনগত পদক্ষেপ নিলেও পায়না কোন প্রতিকার। ফলে ক্লিনিকগুলোতে অনাকাঙ্খিত মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও নেই কোন আইনী পদক্ষেপ। ভুক্তভোগীরা সাংবাদিকদের কাছে আরও অভিযোগ করেন, অভয়নগরে বেশিরভাগ ক্লিনিকগুলোতে তদন্ত করলে বেরিয়ে আসবে মৃত্যুর প্রকৃত কারণগুলো ও সরকারী হাসপাতালের ডাক্তারদের সংশ্লিষ্টতা। এ বিষয়ে আকদিয়া বিছালী গ্রামের বাসিন্দা নূর নাহার বেগম বলেন, আমি ছেলেকে পেট ব্যাথার চিকিৎসা করাতে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে এখানে ডাক্তারদের সাথে থাকা দালালেরা আমাকে এ হামিদিয়া ক্লিনিকে ভাল চিকিৎসার কথা বলে নিয়ে যায়। সেখানে ক্লিনিকের ডাক্তার তার ছেলেকে আলট্রাসনোসহ অন্যান্য পরীক্ষার কথা বলে ৭০০০/-(সাত হাজার টাকা) হাতিয়ে নিয়ে সামান্য গ্যাসের সমস্যা আছে বলে বাড়ি পাঠিয়ে দেন। এ বিষয়ে ঐ ক্লিনিকের মালিক ডাঃ গফফারের মুঠো ফোনে কল দিলে তিনি উল্লেখিত অভিযোগ অস্বীকার করেন।
#CBALO/আপন ইসলাম