পাবনার সাঁথিয়া উপজেলা কোনাবাড়িয়া গ্রাম নিবাসী অন্ধ হাফেজ মাওলানা আলতাফ হোসাইন গতকাল দুপুর 2:30মিনিটে এনায়েতপুর খাজা ইউনুস মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন। ইন্না——রাজিউন মূত্যর সময় তার বয়স হয়েছিল প্রায় 68 বছর তার জম্নস্হান পাবনার ফরিদপুর মাজাট গ্রামে অন্ধ হাফেজ মাওলানা আলতাফ হোসাইন তার এক ছেলে তিন মেয়ে ও স্ত্রীকে রেখে চলে গেলেন না ফেরার দেশে।তার জানাযা নামাজ গতকাল সন্ধ্যা 7:30মিনিটে ডেমড়া খেলার মাঠে অনূষ্ঠিত হয় তারপর সাঁথিয়া উপজেলা চত্বরে তার দ্বিতীয় জানাযা করা হয় পরে কোনাবাড়িয়া কবরস্হানে তাকে দাফন করা হয়।তার মূত্যতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
#CBALO/আপন ইসলাম