কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলার সংক্রমণ প্রতিরোধে পাবনার চাটমোহর থানা পুলিশের উদ্যােগে জনসচেতনা মুলক ফ্রি মাস্ক ও প্রচার অভিযানে পাবনা পুলিশ সুপার মো: মহিবুল ইসলাম খান (বিপিএম) এর নির্দেশনায় চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: সজীব শাহরিনের উপস্হিতে এবং থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলামের নেতৃত্বে ৪ এপ্রিল রবিবার সকালে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের রেলবাজার রেলওয়ে প্লার্টফরমে বিভিন্ন গন্তব্যস্থান থেকে আসা আগত-অনাগত যাত্রীদের মাঝে,রেলবাজার, জারদিস মোড়, বাসস্ট্যান্ড গোল চত্বর মোড়,সিএনজি স্ট্যান্ড, মুদিখানা দোকান, চা-স্টল,ডিমের আরত,স্ট্যান্ডে থাকা চাটমোহর টু পাবনা মহাসড়কে দাড়ানো বাস, মিনিবাস ট্রাক,মাইক্রো বাস,সিএনজি, অটোবোরাক,এবং পা ভ্যান চালকদের মাঝে মোড়ে মোড়ে সচেতনতা মুলক বিভিন্ন প্লে-কার্ড ও স্টিকার হাতে নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত প্রচার অভিযান চালিয়েছেন। প্রচারভিযানের অংশ হিসেবে এ সময় বাজারে আসা মাস্ক বিহীন ক্রেতা-বিক্রেতা ও পথচারিদের মাঝে পুলিশ ফ্রি মাস্ক বিতরন করেন। থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম সহ অন্যান্য পুলিশ অফিসারগণ এসময় বাজারে আসা মাস্ক বিহীন ক্রেতা-বিক্রেতা ও পথচারিদের নিজ হাতে মাস্ক পরিয়ে দেন। এবং সকলকে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বৃদ্ধিতে নিজেকে এবং পরিবার ও সমাজকে সুরক্ষা রাখার সচেতন থাকতে পরামর্শ দেন। ওসি আমিনুল ইসলাম বলেন,পুলিশ সুপার মো: মহিবুল ইসলাম খান পাবনা জেলার সকল থানার মানুষকে তিনি ভালবাসেন। তাই চাটমোহর থানার মানুষকে ভাল এবং সুস্হ্য থাকার জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মাস্ক পাঠিয়েছেন। পুলিশ সুপার মহোদয়ের পাঠানো মাস্ক আমরা আপনাদের কাছে বিতরন করছি এবং জনসচেতনা সৃস্টির লক্ষে স্বাস্থ্যবিধী মেনে চলার প্রচারভিযান চালাচ্ছি। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি আমিনুল ইসলাম। এ সময় এসআই পঙ্কজ কুমার, কনস্টেবল এবং গণমাধ্যমকর্মীগণ উপস্হিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম