গত শুক্রবার রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নিমগাছি হাইস্কুলের একাডেমিক ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এ উপলক্ষে সকাল ১১ টায় স্কুল মাঠের দক্ষিন পাশে কাজের শুভ সুচনা করেন, প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ গজেন্দ্র নাথ মাহাতো। শেষে মোনাজাত পরিচালনা করেন, হাফেজ আমিনুল ইসলাম। স্কুল মাঠে এ উপলক্ষ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছাড়াও স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জিন্না, তাড়াশের মাধাইনগর ইউপির সাবেক চেয়ারম্যান ও পৌষার আদিবাসী হাই স্কুলের প্রতিষ্ঠাতা সাধন কুমার কর, স্কুলের শিক্ষক মাওলানা শরীফুল ইসলামের পবিত্র কোরান তেলাওয়াত ও পবিত্র কুমার দাসের গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, স্কুলের সাবেক প্রধান শিক্ষক প্রবীন শিক্ষাবিদ খ ম তোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক বদিউজ্জামান বিএসসি, সহকারী শিক্ষক আব্দুল হাদী তালুকদার, জহুরুল হক, নিমগাছি কলেজের প্রফেসর সঞ্জীব কুমার মাহাতো, নিমগাছি বনিক সমিতির সভাপতি হাজী আমিনুল ইসলাম, রায়গঞ্জ প্রেস ক্লাবের প্রবীন সাংবাদিক স ম আব্দুস সাত্তার, নিমগাছি প্রাইমারী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আমিন বকুল, প্রধান শিক্ষক সুলতান মাহমুদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ভজন চন্দ্র শীল, দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবুলাল রজক, সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তারিকুল ইসলাম মুকুল প্রমূখ। এছাড়া বিপুল সংখ্যক ছাত্র – ছাত্রীও উপস্থিত ছিল। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, স্কুলের শিক্ষক খোন্দকার ইউনুস রবিন। এর আগে করোনা কালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য জেলা পরিষদ প্রদত্ত বিপুল পরিমান হ্যান্ড স্যানিটাইজার স্কুলে প্রদান করেন ডাঃ গজেন্দ্র নাথ মাহাতো।
#CBALO/আপন ইসলাম