ঢাকা চেম্বার অব কমার্সের সদস্য মেসার্স সাগর বির্ল্ডাস এর সত্বাধিকারী বরিশালের আগৈলঝাড়া উপজেলার কালুপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী গোপাল সরকারের বাবা গৈলা বাজার কীর্ত্তণ ও পূজা উদযাপন কমিটির উপদেষ্টা ও গৈলা বাজারের সাবেক ব্যবসায়ী নিহার রঞ্জন সরকার (৮০) বার্ধক্যজনিত কারণে শনিবার সকালে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মুত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে, নাতি নাতনীসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
শনিবার বিকেলে তার নিজ বাড়ি গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের পারিবারিক শ্মশানে অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাতসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতারা।
#CBALO/আপন ইসলাম