বুধবার , ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ ও কোরিয়ার সম্পর্ক জোরদার করছে কোইকা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ এপ্রিল, ২০২১

কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা) ও কোইকা বাংলাদেশ আল্যামনাই অ্যাসোসিয়েশন (কেবিএএ) যৌথভাবে কোইকার ৩০তম বার্ষিকী উদযাপন করে যার মূল প্রতিপাদ্য ছিল- এলডিসি থেকে উত্তরায়ণের লক্ষ্যে বাংলাদেশ ও কোরিয়া প্রজাতন্ত্রের মধ্যে সম্পর্ক জোরদার । উক্ত অনুষ্ঠানটি ২০২১ সালের ১ এপ্রিল ঢাকার রেনেসাঁ হোটেলে অনুষ্ঠিত হয় । যেহেতু বাংলাদেশ তার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে এবং অন্যান্য উন্নয়নশীল দেশের অর্থনীতির জন্য একটি রোল মডেল হিসেবে বিবেচিত হয়, তাই আর্থসামাজিক প্রবৃদ্ধিতে কোইকার অবদান উল্লেখযোগ্য। কোরিয়া প্রজাতন্ত্র একটি গ্রহীতা দেশ ছিল, যা পরে সহায়তাপ্রাপ্তি থেকে ওডিএর মাধ্যমে সহায়তা প্রদানকারী দেশটিতে সফলভাবে স্থানান্তরিত হয়েছিল। কোইকা ১৯৯১ সালের ১ এপ্রিল কোরিয়া প্রজাতন্ত্রের সহায়তা কার্যক্রমের জন্য নিবেদিত একটি সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, ১৯৯১ সালে এটির বার্ষিক বাজেট ছিল ১৫ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার, বর্তমানে এটি মোট ৮৫৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদান প্রদান করে। আইসিটি প্রশাসন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে কোআইসএর সফল প্রকল্পগুলো তার কৌশল পরিকল্পনার সঙ্গে তিনটি কর্মসূচির ওপর আলোকপাত করে- ডিজিটাল পাবলিক সিস্টেম প্রতিষ্ঠা করে জনসেবার দক্ষতার বর্ধন করা, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার মান সরবরাহ করে জনস্বাস্থ্য বৃদ্ধি করা এবং টেকসই উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ বিকাশ। অনুষ্ঠানে উপস্থিত প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক উল্লেখ করেন, কোইকার আইসিটি সেক্টরে বিভিন্ন দ্বিপাক্ষিক প্রকল্প বাংলাদেশে কাজ করার পর থেকে ডিজিটাল বাংলাদেশের স্তম্ভ স্থাপনে উল্লেখযোগ্যভাবে সাহায্য করেছিল। সাবের হোসেন চৌধুরী এমপি বলেছিলেন, কোইকা তৃণমূল পর্যায়ে এবং জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিয়ে প্রয়োজনের লোকদের মধ্যে স্বাচ্ছন্দ্য আনতে সাহায্য করেছে। মনজুর হোসেন এমপি বলেন, কোইকার প্রাক্তন শিক্ষার্থীরা আমাদের দুই ভ্রাতৃ দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে অব্যাহতভাবে জোরদার করেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন তুলে ধরেছিলেন কীভাবে দুই বন্ধুবান্ধব দেশের মধ্যে উভয় সহযোগিতা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে এবং আশা প্রকাশ করেছেন যে যৌথ উন্নয়ন দৃষ্টিভঙ্গি এবং দৃঢ় অংশীদারত্ব অনন্য উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত বলেন, ‘বিশ্বব্যাপী মহামারি সত্ত্বেও বাংলাদেশ বৃদ্ধি ও বিকাশের পথে অগ্রসর হচ্ছে।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।